আটলান্টিকে সাঁতার কাটা
রূপকথার গল্পের মতো

আটলান্টিকে সাঁতার কাটা রূপকথার গল্পের মতো

তারা দুজন বিজয়ী। মহা চ্যালেঞ্জের ইংলিশ চ্যানেল জয় করেছেন কিছুদিন আগে। দারুণ নৈপুণ্য দেখানো এই দুই সাঁতারু দেশে ফিরেছেন। তাদের কৃতিত্বে আনন্দে ভাসছে সবাই। চারদিক থেকে অভিনন্দনের বন্যায় ভাসছেন তারা। ইংলিশ চ্যানেল জয়ের এই কঠিন বাধা পেরোনোর গল্প তারা দুজনে আলাদা করে শুনিয়েছেন আমার দেশ-এর পাঠকদের জন্য।

০৩ আগস্ট ২০২৫